পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধের ষষ্টি। २86 wroto wore (National Anthem ) offers stièrs যখন রণবাদ্য বাজিয় উঠে, আপনি মহা দুৰ্ব্বল সিং' . হউন না কেন, বাদ্যের গুণে, শব্দের গুণে, আপনার শিরায় শিরায় উষ্ণ রক্ত ছুটিতে থাকিবে, যুদ্ধার্থ চিত্ত উত্তেজিত হইবে । এই যুদ্ধোদ্যম রণবাদ্যের স্বভাবশক্তিসাপেক্ষ । ভয়ঙ্কর বিষধর আপনাকে বেগে দংশন করিতে আসিতেছে, এমন , সময় মোহন স্বরে সাপুড়ের বঁাশি বাজিয়া উঠিল, সৰ্প স্তব্ধ হইয়া দাড়াইল, তাহার হিংসার বেগ ক্ষণ জন্য বিনিবৃত্ত হইল । সভ্য মহোদয়গণ ! বিষধর ত মিয়া তানসানের (তনুসেনের ) প্রপৌত্র নহে যে, সে বংশীধ্বনির স্বর, তাল, লয় বুধিয়া বিমোহিত হুইয়াছে । অর্থ বা ভাব সে বুঝিল না ; কিন্তু শব্দের স্বভাবগত এমনই শক্তি যে, তাহাতেই সে বিমুগ্ধ ও আত্মহারা হইয়া গেল। সামান্য বংশী-রবে যদি মহাখল সপেরও হিংসাবৃত্তি উড়িতে পারে, তবে হরিনামের ভুবন-ভুলানো বংশী-ধ্বনি হুইলে বিষয়ান্ধ জীবেরও দুষ্প্রবৃত্তি-রাশি বিদূরিত হুইবে, তাহাতে আশ্চৰ্য্য কি ! হরিনামের মধুর মোহিনী শক্তির গুণে পাষণ্ডকে ও প্রেমে মাতাইয়া দেয়; পাষাণ হৃদয়কেও গলাইয় দেয়, নিজীব হৃদয়েও জীবনী শক্তির সঞ্চার করিয়া দেয়। ‘হরি' এই কথাটা বাধা স্বরে স্বসিদ্ধ শব্দ । এই স্বধামাখা নামটী কাঙ্গালের সর্বস্বধন, অমূল্য নিধি, এবং আমাদিগের স্বায় অন্ধতামসাচ্ছন্ন অন্ধগণের যষ্টি— একমাত্র অবলম্বন । সাধকগণ সিদ্ধ হুইয়া যে নামের মহিমা বুনিয়া হৃদয়ের সামগ্ৰী করিয়া রাখিয়াছেন, যোগী