*〉ぐ。 পরিব্রাজকের বক্তৃতা। গণ বিজন বনে বসিয়া যে নামের গুপ্ত গুণধারা ধ্যান করিতে করিতে আত্মহারা হইয়। যাইতেন, যে নামের স্বধা-পানে মাতোয়ার হইয়। দেবর্ষি নারদ ত্রিলোকে ভ্রমণ করিতেন, যে নামের স্বধা-সঙ্গীত-স্রোতে ত্রিতাপতপ্ত জীবগণের প্রাণ স্বশীতল হইয়া যায়, সেই অমিয়-মাখ দীনের সখী হরিনাম আমাদিগের ন্যায় অন্ধের অবলম্বনের জন্য জগতে আসিয়াছে। জ্ঞানী ! আমি তোমার কথা কিছু বলিতেছি না, তুমি জগদ্বগুরু, তুমি উচ্চ আসনে বসিয়া থাক ‘যোগী ! তুমি সিদ্ধি-সম্পন্ন, তুমি গুপ্তধনের অধিকারী, তুমি ঐশ্বর্ধ্যের সিংহাসনে উপবেশন কর । ভক্ত ! তুমি দেবদুর্লভ জিনিষ পাইয়াছ, তুমি রত্ন-বেদীর মণিময় আসনে বিশ্রাম কর ; তোমরা পথের সন্মুখে দাড়াইও না, পথ ছাড়িয়া দাও । ঐ যে ছিন্ন কন্থা সার করিয়া কাঙ্গালের বেশে দ্বারে দ্বারে কাদিয়া কাদিয়৷ ফিরিতেছে, ঐ যে জুনয়নে বারিধারা, মুখে হরিনাম ভরা, আপনার ভাবে আত্মহারা কে আসিতেছে, উহাকে অনাথবন্ধু, দীননাথের দরবারে আসিতে দাও। দীনদয়ালের সদাব্রতে, অন্ধ-শালার অন্নসত্রে, প্রাণ ভরিয়া ক্ষীরায় খাইতে দাও, বাধা দিও না, বুদ্ধি-ভেদ করিও না, উহাকে মনের সাধে গাইতে দাও— হরিবোল, হরি হরিবোল । ৰুধিলাম, ভগবানের স্বমধুর নামই অন্ধের যষ্টি । এই কলের যষ্টি,—এই বিরাট ইন্দ্রজালীর জগৎ-ইন্দ্ৰজাল
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।