পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ:్చ • পরিব্রাজকের বক্তৃত। মহাপ্রতাপী সাইরস ও ডেরায়স ঐশ্বৰ্য্যলোভে উন্মত্ত হইয়। ভারতে প্রবেশ করিয়াছিলেন। মহাবীর আলেকজাণ্ডারেরও চিত্ত ভারতীয় ধনে আকৃষ্ট হইয়া দল বল সহিত র্তাহাকে ভারতে আনিয়াছিল। জঙ্গিস, তৈমুর আদি স্নপ্রসিদ্ধ বীরকেশরীগণ ভারতের ধন-হরণার্থে ভারতে না আসিয়া থাকিতে পারেন নাই। এইরূপ যবন ও ম্লেচ্ছ বীরবর্গের মনে যখনই ধনপিপাসার বৃদ্ধি হইয়াছে, তখনই বারংবার ভারতবর্ষের ধনকোষ তাহদের দুৰ্নিবাৰ্য্য তৃষ্ণার শাস্তি করিয়াছে। পৃথিবীতে এমন পরাক্রান্ত বীর অল্পই জন্মিয়াছেন, যিনি ধনলোভে ভারতের চরণ চুম্বন না করিয়া ক্ষান্ত হইতে পারিয়াছেন। পৃথিবীর যে কোন রাজ-কোষের ভিতর প্রবেশ করিবে, সেইখানেই দেখিতে পাইবে, ভারতীয় মণি মাণিক্য, ভারতীয় স্বর্ণ রৌপ্য, সেই রাজ-কোষ অলঙ্কত করিয়াছে। পুরাতন মিশর, পুরাতন ফিনিধিয়া, পুরাতন গ্রীস, পুরাতন আরব, ভারতে বাণিজ্য করিয়াই বিপুল বিভব উপার্জন করিয়াছিল। ' স্বরুচি ও বিচিত্রতার বুদ্ধি যখন নিৰ্ম্মল ও সুক্ষম হয়, স্নেই সময়েই শিল্প-নৈপুণ্যের বিশেষ বিকাশ হইয় থাকে। কাহারও অাদর্শ না দেখিয়া, কাহারও কাছে না শিখিয়া, ভারতবাসীগণ শিল্পবিদ্যার যেরূপ উন্নতি করিয়াছিলেন, সেরূপ অন্য কোন দেশে দেখিতে পাওয়া যায় না। যাহারা অযোধ্যানগরীর বর্ণনা, মথুরাপুরীর শোভা সজ্জা, ইন্দ্রপ্রন্থের ब्रछिসভা প্রভৃতির নিৰ্ম্মাণ-কৌশলের কথা পাঠ করিয়াছেন, তাহারা ভারতীয় স্থাপত্য ও কারুকার্য্যের প্রশংসা শত মুখে না করিয়া থাকিতে পরিবেন না। বৌদ্ধ-শাসন কালেও