RRe: পরিব্রাজকের বক্তৃত। জানা নাই, মনের বেগে কোন দিকে ছুটিতেছে। সবদিকে যিনি আছেন, ভিতরে বাহিরে যিনি আছেন, তিনি কি ঐ শরণাগত, ঐ নামের অনুগত দুঃখীকে আশ্রয় দিবেন না ? তাহাকে যে চায়, তিনিই তাহাকে পাইবার উপায় তাহাকে বলিয়া দেন। মায়াকুলিত অন্ধতামসাচ্ছন্ন এই সংসারে অহ্ম জীব আমাদের পক্ষে—মোহমদান্ধ অামাদের পক্ষে—অবিদ্যান্ধকারে দৃষ্টিহারা আমাদিগের পক্ষে নামের যষ্টিই—ভগবদৃষ্টির একমাত্র উপায়। সাধকগণ । স্বধীগণ । এই নামে ব্যয় নাই, পরিশ্রম নাই, সাধনে ক্লেশ নাই। দিন থাকিতে এই বেলা সাধের জিনিষ সাধন করিয়া লউন ; ডাকিতে ডাকিতে প্ৰভু দীনের প্রতি দয়াদৃষ্টি করিবেন। কেমন করিয়া ডাকিলে তাহার উপযুক্ত ডাকা হয়, তাহ প্রভুর নাম করিতে করিতে তিনি আপনিই শিখাইয়া দিবেন। কি চাই, কি না চাই, নামের মহিমায় তাহার সমস্তই আপনিই ব্যবস্থা হইবে । একবার নাম-জ্বধারস-পানের পিয়াল। মুখে ধরিয়৷ প্ৰাণ ভরিয়৷ সকলে বলুন— হরিবোল, হরি হরিবোল, ধুর হরিবোল। সাধুহৃদয় মহোদয়গণ প্রাতঃস্মরণীয় সাধু বিলুমঙ্গলের নাম আপনার সকলেই শুনিয়া থাকিট্রন । বিৰমঙ্গল ব্রাহ্মণ কুলে জন্মিয়া পথহারা পথিকের ন্যায় বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে কুপথগামী হইয়াছিল। চিন্তা নাম্বী বেশ্যার রূপ-লাবণ্যে মোহিত হইয়। কুল, মান, মধ্যাদ।
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।