পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༤༤༢ পরিব্রাজকের বস্তৃত। এই ভয়ঙ্কর সময়েও তাহাকে পার করিয়া দিবার জন্য নাবিককে অনুরোধ করিল। অনুনয় বিনয় সহ বারংবার অনুরোধেও নাবিক স্বীকৃত হইল না। পারের বছগুণ অতিরিক্ত মূল্য দিবার কথা বলিলেও নাবিক প্রাণ ভয়ে নৌকা ছাড়িল না ; বলিল, তোমার জন্য কি প্রাণ দিব ? বিল্বমঙ্গল নাবিকের নিকট নিরাশ হুইয়। প্রাণ হইতে ও অধিক চিন্তাকে দেখিবার জন্য আরও ব্যাকুল হইয়া উঠিল । অন্ধকারে কাছের মানুষ দেখা যায় না ; নদীর তুফানে তৃণ দিলে দুই খানি হুইয়া যায় ; বিল্বমঙ্গল কোন দিকেই তাকাইতেছে না, কেবল ভাবিতেছে, প্রাণ যায় যাক, প্রাণাধিকার নিকট যাইতেই হইবে। চিন্তাকুলিতচিত্ত বিল্বমঙ্গল দিগ্‌বিদিকভ্ৰান-শূন্য হইয় আপনাকে ভুলিয়া গেল ; চিন্তানল তাহার হৃদয়কে দগ্ধ করিতে লাগিল । বিল্বমঙ্গল অগ্রপশ্চাৎ ভাবিল না, সত্তরণে নদী পার হইবে ভাবিয়া নদীতে কাপ দিল ; শ্রোতের মুখে নিরবলম্বন বিল্বমঙ্গল হাবুডুবু খাইতে খাইতে একটা প্রবাহিত স্থত দেহকে কাঠ মনে করিয়া আশ্রয় করিল, এবং তাছাই অবলম্বনে সস্তরণ দিয়া, ভয় ভাবনা তুচ্ছ করিয়া, কোথায় কাপড়, কোথায় চাদর । দিগম্বর বিল্বমঙ্গল পর পারে গিয়া উঠিল। নদীর নিকটেই চিন্তার নিবাস ; ৰিবমঙ্গল সে রাত্রিতে আসিবে না জানিয়া চিন্ত গৃহের দ্বারাবরোধ করিয়া নিদ্রিত হুইয়াছিল। বিল্বমঙ্গল বাহির হইতে কত ভাক ডাকিল, ঝড় বৃষ্টির শব্দে তাহার কোন শব্দই নিদ্রিত। চিত্তার কর্ণে প্রবেশ করিল না। বিল্বমঙ্গল