পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RRby পরিব্রাজকের বক্তৃত। বালক না আসিলে, বালক কাছে না বসিলে, বালকের কথা না শুনিলে বিল্বমঙ্গলের প্রাণ ব্যাকুল হইয়া উঠিত । বিচারবান বিল্বমঙ্গল একদিন মনে মনে ভাবিলেন, এ আবার কি হইল ? সকলের মায়া কাটাইয়া অন্ধ হইয়া তরুতলে বসিলাম, আবার কেন এই রাখাল বালকের মায়ায় মোহিত হইলাম। সাধুহৃদয় শ্রোতৃমহোদয়গণ সকল দিকের সকল ভালবাসা কুড়াইয়া যাহাকে ভালবাসিতে হয়, আজ বিল্বমঙ্গল যে, তাহাকেই ভালবাসিয়াছেন, এই ভালবাসার জন্যই যে বিবেকী বিচারবান পুরুষগণ বৈরাগ্য অবলম্বন করিয়া থাকেন, তাহ বিল্বমঙ্গল এখনও বুঝিতে পারেন নাই । বিল্বমঙ্গল এখনও জানেন না যে, এই বালককে ভালবাসিবার জন্যই তিনি সংসারের সমস্ত ভালবাসা ছাড়িয়াছেন। রাখাল বালক পরদিন বিল্বমঙ্গলের নিকটে আসিলে বিল্বমঙ্গল বালকের হাত ধরিয়া অাদর করিতে গেলেন, বালক হাত ছাড়াইয়া হাসিতে হাসিতে দূরে গিয়া বসিল । এ বালক ধরা দিয়াও ধরা দিল না । ‘পরিব্ৰাজকের সঙ্গীতে উক্ত হইয়াছে—

  • cण cव अथन मांप्रष cमग्र न षद्र, ५द्रिरङ भन शंत्र ८भtनtछ । खांtद्र षप्ब्र षtग्न १ड्रउ नांtद्र, मन श्रांभांद्र शांत्रण र'tब्रहइ ॥"

বালক হাত ছাড়াইয়া গেল ; বিল্বমঙ্গলের মন পাগল হইয়। উঠিল; ঐ বালক ভিন্ন নিয়মঙ্গলের আর কিছুই ভাল লাগে না। রাখাল বালক যখন দেখিল, বিল্বমঙ্গলের প্রেমের মাত্র। উছলিয়,উঠিয়াচ্ছে ; ; ধন ধায়ক বলিল, বিল্বমঙ্গল ! তুমি বৃন্দাবনে যাইবে ? শুনি, বিল্বমঙ্গলের হৃদয় কাদিয়া