এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিব্রাজকের বক্তৃত। • 9 צ ভারতীয় আর্ধ্যজাতি প্রথমতঃ সিদ্ধমনোরথ হইয়াছিলেন জোয়ার-ভাটা সম্বন্ধে বিষ্ণুপুরাণে এইরূপ উক্ত হইয়াছে ঃ–
- স্থালীস্থমগ্নিসংযোগাং দদ্রকি সলিলং যথা । তথেন্দু বৃদ্ধে সলিলমস্তোধেী মুনি সত্তমঃ ॥ ননূমি নাতিরিক্তাশ্চ বৰ্দ্ধস্তাপে হ্রসস্তিচ। উদয়ন্ত মনেৰুিদো পক্ষয়ে শুক্ল কৃষ্ণয়ো । দশোত্তরাণি পঞ্চৈব অক্ষুলাণাং শতানি বৈ । * অপাং বৃদ্ধিক্ষীে দৃষ্ট্রে। সামুদ্রিনাং মহামুনেঃ ॥” জোয়ার-ভাটায় বস্তুতঃ সমুদ্রের জলের বৃদ্ধি ও হ্রাস হয় না । হাড়িতে জল চড়াইয়। সর। ঢাকা দিয়া অগ্নিতাপ দিলে জল যেমন ফাপিয়া উপরের দিকে উঠে, সেইরূপ শুক্ল ও কৃষ্ণ পক্ষে চন্দ্রের কলার বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সঙ্গে সমুদ্র-জলের বৃদ্ধি ও হ্রাস বোধ হইয় থাকে।
বার-তিথির ব্যবস্থাচক্র তাহারাই প্রথম আবিষ্কার FITR I HfN ( Sun ), Gīts (Moon ), Tirzī (Mars ), বুধ ( Mercury ), TT"ffs (Jupiter ), STF (Venus), শনি ( Saturn ), আদির বিষয় শৃঙ্খলাবদ্ধ করিয়া আর্ধ্য জাতিই প্রথম লিপিবদ্ধ করিয়াছিলেন । যে দিন, দিন রাত্রি সমান হয়, তাহ। টলেমি ( Ptolemy ) জন্মিবার বহুদিন পূৰ্ব্বে আৰ্য্যজ্যোতিৰ্ব্বিদ মহাত্মণগণ নিরূপণ করিয়া গিয়াছেন । কেপানি কস ( Copernicus ) আসিয়া পৃথিবীর দৈনিক গতি আবিষ্কার পূর্বক যখন জ্যোতিৰ্ব্বিদ মওলী মধ্যে প্রতিপত্তি লাভ করিলেন, তাহার বহুদিন পূর্বে আৰ্য্যজাতি এ কথার নির্দ্ধারণ করিয়া গিয়াছেন । -
- • ১৭ অঙ্গুলি অথবা 2n} cubits,