ভারতের মুৰ্চ্ছাভঙ্গ । ·ම(t ব্ৰহ্মচর্য্যের কঠোর শাসনে থাকিয়া, অশেষ তপঃক্লেশ সহ্য করিয়া, ব্রহ্মবিদ্যা অভ্যাস করিয়াছিলেন । আমার স্মরণ আছে, আমার মুঙ্গেরে অবস্থিতি কালে একদিন গঙ্গাস্নান করিয়া আসিতেছি, দেখিলাম, রাজকীয় পুরস্কারে লুব্ধ হইয়। একজন ডোম লগুড় হস্তে অপালিত কন্ধুর মারিবার জন্য বেড়াইতেছে। সেখানকার কোন দয়াল ব্যক্তি একটা অপালিত কুকুরকে ডোমের হস্ত হইতে বাচাইবার জন্য পালিত কুকুরের চিহ্ন-স্বরূপ তাহার গলে একটা ফিতা বান্ধিয়া দিয়াছেন। অপালিত অবোধ কুকুর—অগ্রপশ্চাৎ বিবেচনা-বিমূঢ় কুকুর—দয়ালু-মহাত্মা-প্রদত্ত ফিতাটকে একটা বিষম বন্ধন মনে করিয়া, পথ-পাশ্বে পড়িয়া চারি পায়ে তাহ ছিড়িবার যত্ব করিতেছে। ডোমটা পশ্চাদ্বভাগে লগুড় লুকাইয়। নিকটে আসিয়া দাড়াইল ; কুকুর ফিতাট ছিড়িয়া ফেলিলেই তাহ্লাকে অপালিত কুকুর-শ্রেণীভুক্ত করিয়া এক দণ্ডাঘাতেই তাহ্বাকে যমালয়ে পাঠাইবে, ইহাই তাহার লক্ষ্য । আমি সেই খানে দাড়াইলাম, ডোম ও কুকুর উভয়েরই চেষ্টা দেখিলাম, সামান্য লোভে জীব-হত্যা-নিরত ডোমকে মনে মনে ধিক্কার দিলাম, এবং মনে মনে কুকুরকে বলিতে লাগিলাম, অবোধ জীব ! তুমি যাহাকে আজ বন্ধন বলিয়া মনে করিতেছ, যে বন্ধন কাটিয়া দিলে—fছড়িয়া ফেলিলে, তুমি বাচিবে মনেজুরিতেছ, যে বন্ধনকে তুমি বিড়ম্বন বোধে ছিড়িবার যত্ব করিতেছ, তাহাই তোমার বাচিবার একমাত্র উপায়। দয়ালু-জন-দত্ত বন্ধন উন্মোচন করিও না, বন্ধনও ছিড়িবে, তোমার প্রাণটাও বাহির হইবে। দয়ালু মহাত্মা মানবের
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।