পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের মুৰ্চ্ছাভঙ্গ । లa ভারতে বেদব্যাস, বাল্মীকি গ্রন্থ-রচয়িতা, যে ভারতে মনু, কপিল, যাজ্ঞবল্ক্য বক্তা, যে ভারতে শ্ৰীকৃষ্ণ, বসিষ্ঠাদি উপদেষ্ট, যে ভারতে সিদ্ধ-সংকল্প শুকদেব তপস্বী, আজ সেই সিদ্ধি-সমৃদ্ধি-সম্পন্ন ভারতের দুর্দশ দেখিয়া, দেবগণ, পিতৃগণ যে নিতান্ত ক্ষুণ্ণ, অবসন্ন, ও অপ্রসন্ন হইয়াছেন, তাহাতে সন্দেহ নাই। আজ মূচ্ছিত বা অঘোর নিদ্রায় অভিভূত সমস্ত তেজের আধার-স্বরূপ ভারত-হৃদয়ে পুনস্তেজঃ সঞ্চার করিবার জন্য যিনি প্রযত্ন করিবেন, তিনিই ধন্য, তিনিই ভারতের প্রিয় সন্তান, তিনিই ভারতের হৃদয়-সর্বস্ব। রামায়ণ পাঠ করিয়া আজ বাল্মীকির তপোবন দেখিতে গেলাম, ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যানগরী দর্শন করিতে গেলাম, রামায়ণের শোভা তাহাতে দেখিতে পাইলাম না । মহাভারত পড়িয়া ইন্দ্রপ্রস্থ দর্শনে গমন করিলাম, সে পুরীর নিদর্শন পাইলাম না, সমস্ত ছারখার হইয়া গিয়াছে, অতি বিড়ার শূন্য ভূমি ধুধু করিতেছে। গীতার অভিনয় ক্ষেত্ৰ— অষ্টাদশ অক্ষৌহিণী মহাসেন সমাগমের রঙ্গ-ভূমি—কুরুক্ষেত্র দর্শন করিতে গেলাম, হৃদয় কান্দিয়া উঠিল, যাহা দেখিতে গেলাম, তাহার কিছুই দেখিতে পাইলাম না। নাম আছে, আর স্থান আছে ; মলিন হৃদয় আমাদিগের, আমরা তাহার মহিম বুঝিতে পারিলাম না । ভীষ্ম, দ্রোণ, কর্ণ, রূপ, শল্য, মঞ্চস্থায়, বিকর্ণ, জয়দ্ৰথ আদি প্রতাপবান মহাবীরবর্গের জ্যা-নির্ঘোষে যে আকাশমণ্ডল ঘনঘোর নিনাদিত হইয়াছিল, যে স্থানে শ্ৰীকৃষ্ণ-সখী অর্জন আত্মজ্ঞান লাভে অহংমমেতি বুদ্ধি পরিহার পূর্বক ভগবানের পাঞ্চজন্য শঙ্খ