ভারতের মুর্ছাভঙ্গ । లి তাহাই লইয়া সকলে ভারতকে অপদস্থ করিতে উদ্যত হইয়াছে। সৰ্ব্বংসহ ভারতবর্ষ, মহাসাগরগর্ভস্থ প্রচও পৰ্ব্বতের ন্যায়, উত্তাল-তরঙ্গ-মালার অগণ্য আঘাত সহ্য করিতেছে। বিজাতীয়তা, বিধৰ্ম্মিত, ব্যভিচারাদি দুগ্নিমিত্তরাশি বৃদ্ধ ভারতের সম্মুখে বিষম বিভীষিক উৎপাদন করিতেছে। ভারত নিরস্ত্র, কিন্তু নিভীক। ভারতের পক্ষ রক্ষণ করিবার জন্য যে সকল মহাতেজ মহাপুরুষগণ জন্মগ্রহণ করিয়াছিলেন, কি জানি, কোথায় তাহারা তিরোহিত হইয়াছেন। বৃদ্ধ ভারত আজ একাকী নিরস্ত্র-হস্তে চারিদিক হইতে নিক্ষিপ্ত বাণরাশির তীব্রাতিতীব্র বেগের বাধা সম্পাদন করিয়া স্বপক্ষ পোর্থণার্থ অমুকুলবর্গের সাহায্য প্রার্থনা করিতেছে । আজই ভারতের পরীক্ষার দিন । এই মহাসমরে বিজয় লাভ করিতে পারিলেই ভারতের প্রতিষ্ঠা চিরদিন অক্ষুণ্ণ থাকিবে। আর এই সমরে পরাভূত হইলে ভবিষ্যৎ সভা সমাজে ভারতীয় অস্তিত্বের নামোল্লেখও হুইবে না । শত শত বর্ষ মহাবিক্রম ও পরাক্রম সহিত একাকী ভারতবর্ষ বহু জাতির সহিত বিপুল সংগ্রাম করিয়৷ এই উনবিংশ শতাবীতে অতি প্রতাপী বীরাগ্রগণ্য পিতামহ ভীষ্মের ন্যায় বাণ বিদ্ধাঙ্গ রক্তাক্ত কলেবরে শরশয্যাশায়ী হইয়াছে। হতচেতন হইয়া ও কাতরকণ্ঠে পুনৰ্জ্জীবন-লাভের জন্য ভারতবর্ষ পিপাসর ছাত্ৰ চাহিতেছে । দুধ্যেtধমাদির ন্যায় অনেক অবোধ কুলপাংশুবর্গ কপূরবাসিত স্নশীতল জল বলিয়া, বিজাতীয় প্রকৃতির বিজাতীয় রস আনিয়া পান করিতে দিতেছে। ভারত-ভুষণ ভীষ্ম মহাবীর সে জল পান করিবেন কেন ?
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।