ভারতের মূর্ছাভঙ্গ । ՋԳ করিয়া, এবং তাহার জীবন সত্ত্বে র্তাহার সহিত শেষ সাক্ষাৎ করিতে পারিলেন না, ইহাই ভাবিয়া, তাহার শোকাবেগ উচ্ছসিত হইল ; এবং এই মহানুভব অভিভাবকের সহিত এ জীবনে আর যে সাক্ষাৎ হইবে না, মনঃপ্রাণ ভরিয়া যে তাহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে ও র্তাহার সেবা শুশ্রুষা করিতে পারিলেন না, তিনি এ আক্ষেপ রাখিবার স্থান পাইলেন না। তাহার প্রাণ ফাটিয়া যাইতে লাগিল, আর থাকিতে পারিলেন না । পিতৃব্যের চরণ ধরিয়া উচ্চৈঃস্বরে কান্দিয়। উঠিলেন। তাহার শোকোচ্ছাসের আবেগপূর্ণ আৰ্ত্তনাদে গগন পরিপূর্ণ হইল। তত্রোপস্থিত সকলেরই নয়ন হইতে শোকধারা বহিত্বে লাগিল। চক্ষের জল মুছিতে মুছিতে সকলে একবার ঐ চেতন-শূন্য মহানুভবের গাম্ভীৰ্য্যপূর্ণ মুখের দিকে তাকাইলেন, এবং সকলেই দেখিলেন যে, ধীরে ধীরে তাহার নয়নের পলক পড়িতেছে, ধীরে ধীরে অঙ্গুলীসংঙ্কেতে তিনি সকলকে শোক ত্যাগ করিতে ও নীরব হইতে বলিতেছেন। মহাত্মার পুনর্জীবন-লাভের শুভ চিহ্ন-সঞ্চার দেখিয়া সকলেই সহর্ষ চিত্তে শুশ্রীষার্থ তাহার নিকটবর্তী হুইলেন । অনেকক্ষণ পরে তিনি ধীরে ধীরে আপনি উঠিয়। বসিলেন, এবং মৃদুভাষায় ভ্রাতুষ্প ভ্রকে সস্নেহ সম্ভাষণ পূৰ্ব্বক বলিলেন, তুমিই আমাকে বাচাইলে, তুমিই আমার যথার্থ পুত্রের কার্যা করিলে । তুমি না আসিলে আমার পুনঃ সংজ্ঞালাভ হইত না। আমি সজীব অবস্থাতেই ভূ-গর্ভশয্যায় চিরনিদ্রিত হইতাম । আমার মৃ ্য হয় নাই, উপদেশ দান করিতে করিতে, কি জানি, কেন আমার মস্তক বিলুণি
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।