পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের মূর্ছাভঙ্গ । &> সঞ্চার হইবে । জীবনের জীবন ! যে তুমি ভারতের অন্তরে বাস করিতেছ। হে চৈতন্য-স্বরূপ । একবার সেই তুমি দয়া করিয়া অচেতন ভারতের চেতনা-সঞ্চার করিয়া দাও । দুর্ভাগ্য ভারত—বিপন্ন ভারত—তোমার চিরশরণাগত । তোমারই কৃপায় ভারত সকল মুখের মুখ দেখিয়াছে। হে ভক্ত-ভয়াত্তি-ভঞ্জন। একবার সদয়-দৃষ্টি-পাত কর, আমরা তোমার বিশ্ব-বিমোহন ভক্ত-কুল-পাবন মনোহর রূপের পুর্ণ বিকাশ দর্শনে কৃতাৰ্থ হইয়। যাই ! ! ও হরিং ও ।