ভারতে ধৰ্ম্ম-প্রচার । * ধৰ্ম্মেশৈব জগৎ স্বরক্ষিতমিদং ধৰ্ম্মোধরাধারকঃ । ধৰ্ম্মাদ্বন্তু ন কিঞ্চিদস্তি ভুবনে ধৰ্ম্মায় তস্মৈ নমঃ ॥ শিক্ষিত সভ্য মহোদয়গণ ! কোন পুণ্যবান রাজার রাজ্যে এক ধৰ্ম্মশীল ব্রাহ্মণ-দম্পতি বাস করিতেন। ব্রাহ্মণ বৃদ্ধ, বিদ্যাবান ও স্বাধ্যায়-নিরত ছিলেন। কিন্তু দরিদ্রতানিবন্ধন তাহার বিদ্যা ও পাণ্ডিত্য লোক-সমাজে বিশেষরূপে পরিগৃহীত বা সমাদৃত হয় নাই। সদনুষ্ঠান, স্বাধ্যায় ও শাস্ত্ৰাধ্যয়নের গুণে র্তাহার হৃদয়ে যে তেজস্বিতার সঞ্চণর হইয়াছিল, তাহাতেই তিনি কোথাও নিজ গুণ-গরিমা প্রচার করিতে বা কাহারও নিকট কিছু যাচঞ করিতে পারিতেন না। শাস্ত্রার্থ-জ্ঞানের বিনিময়ে ধনোপার্জন করা তিনি লঘুতা ও নীচাশয়ত মনে করিতেন। অর্থ বিন সংসার চলা ভার। এই জন্য ব্রাহ্মণী ব্রাহ্মণের নিকট অনেক সময় ক্ষুন্ন মনে ক্ষোভ প্রকাশ করিতেন, এবং অর্থোপার্জনের জন্য ব্রাহ্মণকে বারংবার উত্তেজনাও করিতেন। ব্রাহ্মণ ধনের জন্য কোথায় যাইবেন, কি করিবেন, কিরূপে ধন আসিবে, কে তাহাকে ধন দিবে, ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলেন • ১৭৯৯ শকে মুঙ্গের জাৰ্য্য-ধৰ্ম্ম-প্রচারিণী সভাৰ পবিত্ৰাজক মহাশয় এই বক্তৃত। করেন । এই বক্তৃভাব পণ হইতেই উনবিংশ শতাব্দীতে ভারতবর্ণেব সনাতন-ধর্ণেব नून: यहांtद्रद्र कार्या यांवख श्रँश ।। ७ट्रे बलू उ1 ९निदात्र खना हानौग्न ७ बिरमनैब्र জনেক ধনৰাৰু, বিদ্যালাৰু, শিক্ষিত ও অশিক্ষিত, ৰহু লোকের সমাগম হইয়াছিল। BBDDD DDBDD BLSDDDD DDDD DBBBSBBBBB S BD DDDS প্রসাদ ৰাহাম্বর মহাশয় এই বক্তৃতা-সভায় সভাপতি ছিলেন। তিনি সেই দিন প্রচার-কার্ধোর সাহালাখ ৪০০০ টাকা স্বাক্ষর করেন ।
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।