পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ধৰ্ম্ম-প্রচার । ●ヘり না । এক দিন ব্রাহ্মণী পরামর্শ দিলেন, যে, আমাদের রাজা বিদ্যাবান, বিদ্যানুরাগী, গুণগ্রাহী ও বদান্য । তাহার রাজসভায় অনেক পণ্ডিত প্রতিপালিত হইয়া থাকেন। তুমি সেই রাজসভায় গমন কর, অামাদের মনস্কামনা পুর্ণ হইবে । ব্রাহ্মণ বলিলেন, আমি রাজ-সমীপে ধনের জন্য প্রার্থনা করিতে পারিব না, তবে রাজা আমাকে ধন দিবেন কেন ? ব্রাহ্মণী বলিলেন, তিনি গুণজ্ঞ, তোমাকে বিদ্যাবান ও অপ্রার্থী দেখিয়া তিনি স্বতঃ প্রবৃত্ত হইয়াই তোমাকে পুরস্বার দান করিবেন। ব্রাহ্মণ ধৌত বস্ত্র পরিধান করিয়া ধীরে ধীরে রাজসভায় গমন করিতে লাগিলেন। পথি মধ্যে এক স্থানে একহস্ত-পরিমিত-গভীর একটী সামান্য জল-প্রবাহ বহিয়া যাইতেছিল, দীন দুৰ্ব্বল ব্রাহ্মণ সেই সামান্য জলসিক্ত পিচ্ছিল ভূমিতে পড়িয়া গেলেন, এবং জল ও মৃত্তিকায় তাহার ধৌত বসন সিক্ত ও মলিন হইয়া গেল । নিরুপায় ব্রাহ্মণ সেই মলিন বেশেই রাজ-সকাশে উপস্থিত ও সভাস্থ পণ্ডিতমওলী মধ্যে উপবিষ্ট হইলেন । অন্যান্য পণ্ডিত-বর্গের মধ্যে অনেক শাস্ত্রালাপ হইল, কিন্তু এ ব্রাহ্মণের দিকে কেহ দৃষ্টিপাত ও করিল না। অন্যের দৃষ্টি না পড়িলেও সুচতুর ও নীতিজ্ঞ রাজার দৃষ্টি পড়িয়াছিল । সভা-ভঙ্গকালে যখন ব্রাহ্মণ রাজাকে আশীৰ্ব্বাদ করিয়া চলিয়া আসিতেছিলেন, সেই সময়ে রাজা ডাহার দিকে তাকাইয়া বলিলেন, “সেই আর এই" । ব্রাহ্মণ রাজার অভিপ্রায় বুঝিতে পারিলেন না, নীরবে গৃহে প্রত্যাগমন করিলেন । ত্ৰাহ্মণী রাজসভার সমচারজি জ্ঞাসা করিলে, ব্রাহ্মণ পিচ্ছিল ভূমিতে পতন, মলিন