পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° &yb» - পরিব্রাজকের বক্তৃতা। কলঙ্ক-কালিমা মাখাইয়া দেয় । নানা কারণে সনাতন-ধৰ্ম্মপ্রচার-মার্গ মলিন ও দুর্গম হইয়। উঠিয়াছে। বর্তমান ভারতে ধৰ্ম্ম-রাজ্যের এই দুৰ্ব্বিপত্তি দূর করিবার উপায়নিৰ্দ্ধারণ জন্য সম্প্রতি প্রায় সৰ্ব্বত্রই একটী নূতন তরঙ্গ উঠিয়াছে। কাল সহকারে ভূতভাবন ভগবান করুণ বিতরণপূর্বক এই কঠিন প্রহেলিকার অবগুই মীমাংসা করিয়া দিবেন। তাহার করুণা-লাভের জন্য যেন আমাদিগের চেষ্টা ও যত্বের ক্রটি ধ। হয়। ভারতবর্ষীয় মহারাজা, রাজা, জমিদার, ধনাঢ্য, ধৰ্ম্মাত্মণ, সাধু, বিদ্যাবান, বিষয়ী, ও দেশহিতৈষী মাত্রেরই নিকট বিনয় সহকারে প্রার্থন যে, তাহার। ভারতের ও নিজ নিজ গৌরবরক্ষা, ও ভারত-সৌভাগ্যলক্ষীকে প্রসন্না করিবার নিমিত্ত, ঐহিক ও পারত্রিক মঙ্গল-কামনায় সনাতন ধৰ্ম্মের পুনরুদীপনার্থে যাহার যাহা কিছু ক্ষমতা আছে, তাহ। ইহাতে নিয়োজিত করুন ; অর্থ দ্বারা, বিদ্যা দ্বারা, পরাক্রম দ্বারা, উপদেশ দ্বারা, সন্ ষ্টান্ত-প্রদর্শনে সাধারণকে উত্তেজিত ও উদ্বোধিত করুন ; যে কোন উপায়ে হউক সনাতন ধৰ্ম্মের বহুল প্রচারের সহায়তা করুন। যদি কাহারও পীড়া হয়, তবে তাহার পিতা অর্থ ও চেষ্টাদি দ্বারা, মাত যত্ন দ্বারা, সেবক শুশ্রুষা দ্বারা, বন্ধু বান্ধব সতর্কত ও সাস্তুনাদি দ্বারা, চিকিৎসক ঔষধ-ব্যবস্থা দ্বারা, ঔষধ-বিক্রেতা ব্যবস্থাবিহিত উত্তমৌষধ-দান দ্বারা, পীড়িতের ব্যাধিনাশের সহয়তা করিয়া থাকেন ; কেবল এক জনের সাহায্যে তাহার পীড়ামুরাগ্য জুরাশ মাত্র। এতদ্রুপ মলিনীভূত সনাতনধৰ্ম্ম