৭৬ পরিব্রাজকের বক্তৃত। ধামের যাত্ৰী হইতে উপদেশ দিয়া থাকেন। ইহার মধ্যে প্রথম শ্রেণীর লোকেরা দুষ্ট প্রজাগণকে নির্বাসিত করিয়া দিয়া রাজ্য জনশূন্য ও ক্রমে বনাকীর্ণ করিয়া তুলেন ; দ্বিতীয় শ্ৰেণীস্থ সদাশয়গণ দুষ্ট প্রজাপুঞ্জকে বহিষ্কৃত করিয়া সাধু প্রজার উপনিবেশ করান ; তৃতীয় শ্রেণীর মহোদয়গণ রাজধানীতে কেবল সম্রাস্ত ও প্রতাপানৃিত লোকের বাসোপযোগী গৃহ ও দ্রব্যাদির জীয়োজন ও ব্যবস্থা করেন, তাহাতে সামান্য প্রজাগণ আপন আপনিই বাসভূমি ত্যাগ করিতে বাধ্য হয় । প্রথম শ্রেণীস্থ তার্কিক লোকদিগের অধিকৃত স্থানে নাস্তিকতা, অশান্তি প্রভূতির অক্ষুরোৎপত্তির সম্ভাবনা আছে ; দ্বিতীয় শ্রেণীর লোকদিগের অধিকার-ক্ষেত্রে সাম্প্রদায়িকতা ও তৎসঙ্গে সঙ্গে আত্মমতোৎকর্ষ-ভাবনা দিন দিন বলবতী হইতে থাকে ; তৃতীয় শ্রেণীর মহাত্মাগণের কার্য্য-ভূমিতে সুফল ফলিবার অনেক সস্তাবনা ; কেন না, তাহারা সপ্তাবের দ্বারা সাধারণের ভাগবতী বুদ্ধি-বৃদ্ধি করেন মাত্র । যাহার। বিদ্যাবান, বুদ্ধিমান, শাস্ত্র-বিশারদ, তর্কপ্রিয়, অথচ ভগবৎপ্রেম-রসের বিন্দুমাত্রও আস্বাদ করেন না, তাহারাই কাল সহকারে প্রথম শ্রেণীতে পরিগণিত হইয় পড়েন ; যাহারা চিত্তাশীল, শাস্ত্রার্থ-পারদর্শী, সমাজের মঙ্গলাকাঙক্ষী, সদ্বিচার ও যুক্তি-প্রিয়, দেশ-সংস্কার-ব্রতামুরত তাহারাই দ্বিতীয় শ্রেণীভুক্ত ; এবং যাহারা বিনম্র, ভক্তিমান, প্রেমিক ভগবদুপাসনাশীল, মুম্কু, তত্ত্বদশী, এবং আত্মজ্ঞানসম্পন্ন, তাহারাই প্রায় তৃতীয় শ্রেণীতে বিচরণ করিয়া থাকেন। ।
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।