পাতা:পরিব্রাজক.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२ হন, ছড়ি চড়ে,-ভাও পড়া ছিল । ওর মাংস লাল ও বড় স্বস্বাদ--তাও শোনা আছে। এখন ও'র তেজ আর বেগ দেখে খুশী হওয়া গেল। অত বড় মাছটা তীরের মত্ত জলের ভিতর ছুটছে, আর সে সমুদ্রের কাচের মত জল, তার প্রত্যেক অঙ্গ ভঙ্গি দেখা যাচ্ছে । বিশ মিনিট, আধ ঘণ্টটাক, এই প্রকার বনিটোর ছুটোছুট, আর ছোট মাছের কিলিবিলি, ত দেখা যাচ্ছে। আধ ঘণ্টা, তিন কোয়াটার, ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি, এমন সময় একজন বলে ঐ ঐ ! দশ বার জনে বলে উঠল, ঐ আসছে ঐ আসছে! চেয়ে দেখি,দূরে একটা প্রকাও কাল বস্তু ভেসে আসছে, পাচ সাত ইঞ্চি জলের নীচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগল। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে ; সে গদাইলস্করি চাল ; বনিটোর সে স তাতে নেই ; তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হল। বিভীষণ মাছ ; গম্ভীর চালে চলে আসছে—আর আগে আগে দুএকটা ছোট মাছ আর কতকগুলো ছোট মাছ তার পিঠে, গায়ে, পেটে, খেলে বেড়াচ্ছে। কোন কোনট।