পাতা:পরিব্রাজক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शत्रइ शङ्गा ! న8 হাতন্বতোয় ধরা পড়ল। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে পা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগল। ঐ রকম কোরে সে হাঙ্গরের গায়ে লেগে যায়। সেকেণ্ড ক্লাসের লোকগুলির বড়ই উৎসাহ । তাদের মধ্যে একজন ফৌজি লোক—তার ত উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বড়সির যোগাড় করলে। সে “কোর ঘটি তোলার” ঠাকুরদাদা। তাতে সেরখানেক মাংস আচ্ছা-দড়ি দিয়ে জোর কোরে জড়িয়ে বাধলে। তাতে এক মোটা কাছি বাধা হল। হাত চার বাদ দিয়ে, একখান মস্ত কাঠ, ফাতার জন্ত লাগান হল । তারপর, ফাতা শুদ্ধ বড়সি, ফুপ কোরে জলে ফেলে দেওয়া হল। জাহাজের নীচে, একখান পুলিসের নৌকা, আমরা আল পর্য্যন্ত, চৌকি দিচ্ছিল—পাছে ডাঙ্গার সঙ্গে আমাদের কোন রকম ছোয়াছুয়ি হয়। সেই নৌকার উপর আবার দুজন দিবি ঘুমুচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল।