পাতা:পরিব্রাজক.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి0 ইকাইকির চোটে আরব মিঞ্চ, চোখ মুছতে মুছতে উঠে দাড়ালেন । কি একটা হাঙ্গামা উপস্থিত বলে, কোমর অটবার যোগাড় করছেন, এমন সময়ে বুঝতে পারলেন যে, অত হাকাহাকি, কেবল তাকে কড়িকাষ্ঠরূপ হাঙ্গর ধরবার ফাতাটকে টোপ সহিত কিঞ্চিৎ দূরে সরাইয়া দিবার, অমুরোধধ্বনি। তখন তিনি নিশ্বাস ছেড়ে, আকর্ণবিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় কোরে ঠেলে ঠুলে ফাতাটাকে ত ছরে ফেললেন ; আর আমরা উদগ্রীব হয়ে, পায়ের ডগায় দাড়িয়ে, বারাওয়ি বুকে, ঐ আসে ঐ আসে—শ্ৰীহাঙ্গরের জন্য সচকিত নয়নং পশ্যতি তব পস্থানং হয়ে রইলাম ; এবং যার জন্য মানুষ ঐ প্রকার ধড়कङ्ग, করে, সে চিরকাল যা করে, তাই হতে লাগলো—অর্থাৎ "সখি শ্যাম না এলো’ । কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে । তখন সহসা জাহাজ হতে প্রায় দুশ হাত দূরে, বৃহৎ ভিস্তির মুষকের আকার কি একটা ভেসে উঠলে; সঙ্গে সঙ্গে, ঐ হাঙ্গর ঐ হাঙ্গর রব। চুপ চুপ—ছেলের দল –হাঙ্গর পালাৰে। বলি,ওহে !