পাতা:পরিব্রাজক.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A e R তার পেট থেকে অস্থি, চৰ্ম্ম, মাংস, কাঠ, কুঠরো এক রাশ বেরুলো-“সে সব কথা থাক । এই পৰ্য্যন্ত যে, সে দিন আমার খাওয়া দাওয়ার দফা প্রায় মাটি হয়ে গিয়েছিলো । সব জিনিষেই সেই হাঙ্গরের গন্ধ বোধ হতে লাগলো । এ স্বয়েজ খাল খাতস্থাপত্যের এক অদ্ভুত হয়েজ খাল,নিদর্শন। ফর্ডিনেও লেসেপ নামক এক ফরাসী এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিতসাগরের সংযোগ হয়ে, ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে ( মানব জাতির উন্নতির so- বৰ্ত্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন জ্যই সকল কাল থেকে কায করছে, তার মধ্যে বোধ হয়, རྩྭ༔༔ཟླ༔ ভারতের বাণিজ্য সৰ্ব্বপ্রধান। অনাদি কাল হতে, উৰ্ব্বরতায় আর বাণিজ্য শিল্পে, ভারতের মত দেশ কি আর আছে ? দুনিয়ার যত সূতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হীরে, মতি ইত্যাদির ব্যৰহার ১০০ বৎসর আগে পৰ্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত । তা ছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিন কিংখব