ইউরোপ}তার তের সভ্যতার নিকট সম্পূর্ণ ঋণী । So 8 নিবাস কলম্বস (ক্রিস্টোফোরোকলম্বো), আটলাণ্টিক পার হয়ে ভারতে আসবার নূতন রাস্ত বার করবার চেষ্টা করেন, ফল—আমেরিকা মহাদ্বীপের আবিক্রিয়া। আমেরিকায় পৌছেও কলম্বসের ভ্রম যায়নি যে, এ ভারতবধ নয়। সেই জন্যই আমেরিকার আদিম নিবাসীরা এখনও ইণ্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদের “সিন্ধু ইন্দু"দুই নামই পাওয়া যায়; ইরাণীরা তাকে “হিন্দু" গ্রীকরা “ইতুস, কোরে তুললে ; তাই থেকে ইণ্ডিয়া—ইণ্ডিয়ান। মুসলমানি ধৰ্ম্মের অভু্যদয়ে হিন্দু দাঁড়াল-কালা (খারাপ ), যেমন এখন—নেটিভ। এদিকে পোর্বুগীসরা ভারতের নূতন পূথ, আফ্রিকা বেড়ে, আবিষ্কার করলে। ভারতের লক্ষী পোর্তুগালের উপর সদয় হলেন ; পরে ফরাসী, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ । ইংরেজের ঘরে, ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই ; তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভরেতের জিনিষ পত্র অনেক স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন
পাতা:পরিব্রাজক.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।