পাতা:পরিব্রাজক.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی ه (ه দশখান। কাব্য বানিয়েছেন, দশটা মন্দির করেছেন—তোমাদের ডাকের চোটে গগন ফাটছে ; আর যাদের রুধিরআবে মনুষ্যজাতির যা কিছু উন্নতি ?—তাদের গুণগান কে করে ? লোকজয়ী ধৰ্ম্মবীর রণবীর কাব্যবীর সকলের চোখের উপর, সকলের পূজ্য ; কিন্তু কেউ যেখানে দেখেন, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে, অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি, নির্ভীক কাৰ্য্যকারিতা ?—আমাদের গরীবরা যে ঘর দুয়ারে দিন রাত মুখ বুজে কৰ্ত্তব্য কোরে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই ? বড় কায হাতে এলে অনেকেই বীর হয়। ১০ হাজার লোকের বাহবার সামনে, কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপরও নিষ্কাম হয় ; কিন্তু অতি ক্ষুদ্র কার্য্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বর্থতা, কৰ্ত্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য—সে তোমরা, ভারতের চিরপদদলিত শ্রমজীবী ! তোমাদের প্রণাম করি । এ সুয়েজ খালও অতি প্রাচীন জিনিষ।