পাতা:পরিব্রাজক.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» • ® প্রাচীন মিসরের ফেরো বাদসাহের সময় কতকগুলি লবণাম্ব, জল, খাতের দ্বারা সংযুক্ত কোরে, উভয় সমুদ্রম্পর্শী এক খাত তৈয়ার হয়। মিসরে রোমরাজ্যের শাসন কালেও মধ্যে মধ্যে ঐ খাত মুক্ত রাখবার চেষ্টা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু, মিসর বিজয় কোরে ঐ খাতের বালুক। উদ্ধার ও অঙ্গপ্রত্যঙ্গ বদলে এক প্রকার নূতন কোরে তোলেন । তারপর বড় কেউ কিছু করেন নি। তুরস্ক সুলতানের প্রতিনিধি, মিসরখেদিব ইম্মায়েল, ফরাসীদের পরামর্শে, অধিকাংশ ফরাসী অর্থে, এই খাত খনন করান। এ খালের মুস্কিল হচ্ছে যে, মরুভূমির মধ্য দিয়ে যাবার দরুণ পুনঃ পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্যজাহাজ একখানি একবারে যেতে পারে। শুনেছি যে, অতি বৃহৎ রণতরী বা বাণিজ্যজাহাজ একেবারেই যেতে পারে না। এখন, একখানি জাহাড় যাচ্ছে আর একখানি আসছে, এ দুয়ের 哥哥 नाषास्त्र উপস্থিত হতে পারে—এই জন্য সমস্ত ভাগে বিভক্ত করা হয়েছে। সুয়েজ খালের ইতিহাদ । সুয়েজে জাহাজ যাতায়াতের বন্দোবস্ত ।