Seసి ব্যবহার আরম্ভ হল—ইউরোপ এল। শুধু তাই নয়—নান বর্ণ, জাতি, সভ্যতা, বিদ্যা ও আচারের বহু শতাব্দী ব্যাপী যে মহা সংমিশ্রণের ফলস্বরূপ এই আধুনিক সভ্যতা, সে সংমিশ্রণের মহাকেন্দ্র এই খানে । যে ধৰ্ম্ম যে বিদ্যা যে সভ্যতা যে মহাবীৰ্য্য আজ ভূমণ্ডল পরিব্যাপ্ত হয়েছে, এই ভূমধ্যসাগরের চতুঃপাশ্ব ই তার জন্মভূমি। ঐ দক্ষিণে—ভাস্কৰ্য্যবিদ্যার আকর, বহুধনধান্যপ্রসূ অতি প্রাচীন, মিসর ; পূর্ক্সে– ফিনিসিয়ান, ফলিষ্টিন, য়াহুদী, মহাবল বাবিল, আসীর ও ইরাণী সভ্যতার প্রাচীন রঙ্গভূমি— আসিয়া মাইনর ; উত্তরে--সর্ববাশ্চৰ্য্যময় গ্রীকজাতীর প্রাচীন লীলাক্ষেত্র। স্বামীজি ! দেশ নদী পাহাড় সমুদ্রের কথা ত অনেক শুনলে, এখন প্রাচীন কাহিনী কিছু শোন ? এ প্রাচীন কাহিনী বড় অদ্ভুত। গল্প নয়—সত্য ; মানব জাতির যথার্থ ইতিহাস । এই সকল প্রাচীন দেশ কালসাগরে প্রায় লয় হয়েছিল। যা কিছু লোকে জান্ত, তা প্রায় প্রাচীন যবন ঐতিহাসিকের অদ্ভূত গল্পপূর্ণ জগতের প্রাচীন কাহিনী ।
পাতা:পরিব্রাজক.djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।