পাতা:পরিব্রাজক.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ළු বিষয়ে পথিতে কিছু পেয়েছ ? তোমরা পোড়ো পণ্ডিত মানুষ, বাল্মীকি আত্মীকি কত জান ; আমদের “গোসাইজি’ ত কিছুই বলছেন না। বোধ হয় – হয়নি ; তবে ঐ যে, কার মুখে প্রবেশ করেছিলেন, সেই খানটায় একটু সন্দেহ হয়। তু-ভায়া বলচেন,জাহাজের গোড়াটা যখন হুস্ কোরে স্বগের দিকে উঠে ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে, আবার তৎক্ষণাৎ ভুস্ করে পাতালমুখো হয়ে বলি রাজাকে বেধবার চেষ্টা করে, সেই সময়টা তারও বোধ হয়, যেন কার মহা বিকট বিস্তৃত মুখের মধ্যে প্রবেশ করছেন। মাফ ফরমাইয়ো ভাই-ভাল লোককে কাযের ভার দিয়েছ। রাম কহো ! কোথায় তোমায় সাতদিন সমুদ্র যাত্রার বর্ণন দেবে, তাতে কত রঙ ঢঙ মসলা বাণি’স থাকবে, কত কাব্যরস ইত্যাদি, আর কিনা আবল তাবল বক্‌চি ! ফল কথা মায়ার ছালট ছাড়িয়ে ব্রহ্মফলটা খাবার চেষ্টা চিরকাল করা গেছে, এখন খপ করে স্বভাবের সৌন্দর্য্যবোধ কোথা পাই বল। “কাহা কাশী, কাহ কাশ্মীর, কাহ খোরাশান গুজরাত”,*আজন্ম ঘুরচি। কত _ তুলসী দাসের দোহার মধ্যে এই বাক্যটা আছে।.