পাতা:পরিব্রাজক.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিন্ন জাতীয় পণ্ডিত মণ্ডলী নিগ্রো ও নেগ্রিটে জাতির চেহারা । ט\ל צ প্রতিষ্ঠ-কূন প্রভৃতি লেখক জগৎপ্রসিদ্ধ। ইংরেজরা অনেক বিদ্যার আরস্ত কোরে দিয়ে, তারপর সরে পড়ে। এই সকল পণ্ডিতদের মত কিছু বলি। যদি ভাল না লাগে তাদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে। আমায় দোষ দিও না । হিন্দু, য়াহুদী, প্রাচীন বাবিলি, মিসরি প্রভৃতি প্রাচীন জাতিদের মতে, সমস্ত মানুষ এক আদিম পিতা মাতা হতে অবতীর্ণ হয়েছে। একথা এখন বড় লোকে মানতে চায় না । কালে কুচকুচে, নাকহীন, ঠোঁটপুরু, গড়ানে কপাল, আর কোকড়া চুল কাফী দেখেছ ? প্রায় ঐ ঢঙ্গেরই গড়ন তবে আকারে ছোটু, চুল অত কোকড় নয়, সাঁওতালি, আণ্ডামানি, ভিল, দেখেছ ? প্রথম শ্রেণীর নাম নিগ্রো (Negro) ; ইহাদের বাসভূমি আফিকা । দ্বিতীয় জাতির নাম নেগ্ৰিটো (Negrito)-ছোট নিগ্রো ; ইহার প্রাচীন কালে আরবের কতক অংশে, ইউফেটিস্ তটের অংশে, পারস্যের দক্ষিণভাগে ভারতবর্ধময়, আণ্ডামান প্রভৃতি দ্বীপে, মায়