S‘> q অষ্টেলিয়া পৰ্য্যন্ত বাস করত। আধুনিক সময়ে ভারতের কোন কোন ঝোড় জঙ্গলে, আণ্ডামানে এবং অষ্টেলিয়ায় ইহারা বৰ্ত্তমান; লেপ্চী, ভুটিয়া, চনি প্রভৃতি দেখেছ?— সাদা রঙ্গ বা হলদে, সোজা কালো চুল ? কালে চোখ, কিন্তু চোখ কোনাকুনি বসান, দাড়ি গোফ অল্প, চেপ্টা মুখ, চোখের নীচের হাড় দুটো ভারি উচু । নেপালি, বৰ্ম্মি, সায়েমি, মালাই, জাপানি, দেখেছ?' এরা ঐ গড়ন, তবে আকারে ছোট। এ শ্রেণীর দুই জাতির নাম মোগল আর মোগলইড ( ছোট মোগল ) । মোগল' জাতি এক্ষণে অধিকাংশ আসিয়াখণ্ড দখল কোরে বসেছে। এরাই মোগল, কাল মুখ, হুন, চীন, তাতার, তুর্ক, মানচু, কিরগিজ প্রভৃতি বিবিধ শাখায় বিভক্ত হয়ে, এক চীন ও তিববতি সওয়ায়, তাবু নিয়ে আজ এদেশ, কাল ওদেশ কোরে, ভেড়া ছাগল গরু ঘোড়া চরিয়ে বেড়ায় আর বাগে পেলেই পঙ্গপালের মত এসে দুনিয়া ওলট পালট কোরে দেয় । , এদের আর মোগল ও মো. १लट्टेष्ठ ल তুরাণি জাতি।
পাতা:পরিব্রাজক.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।