পাতা:পরিব্রাজক.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ সিদ্ধান্ত করলেন যে, প্রতি বৎসর “দমুজি” চার মাস থাকবেন পরলোকে পাতালে, আর আট মাস থাকবেন মর্ত্যলোকে । তখন “ইস্তার" ফিরে এলেন, ৰসন্তের আগমন হল, শস্তাদি জন্মাল। এই দমুজি আবার “আছুনোই” বা আদুনিস সামে বিখ্যাত । সমস্ত সেমিটক জাতিদের ধৰ্ম্ম কিঞ্চিৎ অবাস্তরভেদে প্রায় একরকমই ছিল। বাৰিলি, য়াহুদী, ফিনিক ও পরবর্তী আরাবদের একই প্রকার উপাসনা ছিল। প্রায় সকল দেবভায়ই নাম “মোলখ” (যে শব্দটী ৰাঙ্গলা ভাষাতে মালিক মুল্লুক ইত্যাদি রূপে এখনও রয়েছে) অথবা “বল”, তবে অবাস্তরভেদ ছিল। কারুর কারুর মত, এ “আলাৎ” দেবতা পরে আরাবদিগের “জাল্প” হলেন । এই সকল দেবতার পুজার মধ্যে কতকগুলি ভয়ানক ও জঘন্ত ব্যাপারও ছিল। মোলখ বা ৰালের নিকট পুত্ৰকস্থাকে জীবন্ত পোড়ান হত । ইস্তারদের মন্দিরে স্বাভাৱিক ও অস্বাভাবিক কামসেবা প্রধান অঙ্গ ছিল M ब्रारुी जांडिब इंग्लिशन बांदिन अप्**