বাধা বিঘ্নে শক্তি বৃদ্ধি । ইউরোপ ভ্রমণ কনট্রান্টিনোপল SOe মাত্র, দেশের বাহার --কোটি কোটি গরীব নীচ যারা, তারাই হচ্ছে প্রাণ। সংখ্যায় আসে যায় না, ধন বা দারিদ্রে আসে যায় না, কায়মন বাক্য যদি এক হয়। একমুঠি লোক পৃথিবী উল্টে দিতে পারে, এই বিশ্বাসটি ভুলেন। বাধা যত হবে, ততই ভাল । বাধা না পেলে কি নদীর বেগ হয় ? যে জিনিষ যত নূতন হবে, যত উত্তম হবে, সে জিনিষ প্রথম তত অধিক বাধা পাবে। বাধাইত সিদ্ধির পূর্ব লক্ষণ । বাধাও নাই সিদ্ধিও নাই । অলমিতি ॥ 移 আমাদের দেশে বলে, পায়ে চক্কর থাকলে, সে লোক ভবঘুরে হয়। আমার পায়ে বোধ হয় সমস্তই চক্কর। বোধ হয় বলি কেন ? পা নিরী: ক্ষণ কোরে, চক্কর আবিষ্কার করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে চেষ্টা একেবারে বিফল—সে শীতের চোটে পা ফেটে খালি ীে-চাকলা, তায় চক্কর ফক্কর বড় দেখা গেল না। যা হক্—যখন কিম্বদন্তী রয়েছে, তখন মেনে নিলুম যে, আমার পা চক্করময় । ফল কিন্তু সাক্ষাৎ—এত মনে করলুম যে, পারিসে বসে কিছুদিন ফরাসী ভাষা,
পাতা:পরিব্রাজক.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।