১৩৭ পেয়র, অর্থাৎ পিতা হিয়াসাস্থ ছিলেন—ক্যাথলিক সম্প্রদায়ের, এক কঠোর তপস্বী-শাখাভূক্ত সন্ন্যাসী। পাণ্ডিত্য ও অসাধারণ বাগ্মিত্ব-গুণে, এবং তপস্তার প্রভাবে, ফরাসী দেশে এবং সমগ্র ক্যাথলিক সম্প্রদায়ে, ই হার অতিশয় প্রতিষ্ঠা ছিল। মহাকবি ভিক্তর হুগো দুজন লোকের ফরাসী ভাষায় প্রশংসা কৰ্ত্তেন—তার মধ্যে পেয়র হিয়াসাস্থ এক জন। চল্লিশ বৎসর বয়ঃক্রমকালে পেয়র হিয়|সান্থ এক আমেরিক নারীর প্রণয়াবদ্ধ হয়ে, তাকে কোরে ফেল্লেন বে—মহা হুলুস্থল পড়ে গেল ;–অবশ্য ক্যাথলিক সমাজ তৎক্ষণাৎ তাকে ত্যাগ করলে। শুধু পা, আলখেল্লা-পরা-তপস্বীবেশ ফেলে, পেয়র হিয়াসাস্থ গৃহস্থের হাট কোট, বুট পোরে হলেন—মস্তিয় লইসন—আমি কিন্তু উাকে তার পূৰ্ব্বের নামেই ডাকি—সে অনেক দিনের কথা, ইউরোপ-প্রসিদ্ধ হাঙ্গাম! প্রোটেষ্টাণ্টরা তাকে সমাদরে গ্রহণ করলে, ক্যাথলিকর ঘৃণা করতে লাগলো। পোপ, লোকটার গুণাতিশয্যে তাকে ত্যাগ করতে না চেয়ে, বল্লেন যে, “फूमि औरू काषत्रिक भाऊँौ शज शक, (cन Σύν পেয়র হিয়াসা ।
পাতা:পরিব্রাজক.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।