}\లిసి , ৰোধ হয় গা কন কন করে। তার উপর মেয়ে মদ সমস্ত ফরাসীরা, যত দোষ গিন্নির উপর ফেলে ; বলে, “ও মাগী, অামাদের এক মহাতপস্বী সাধুকে নষ্ট কোরে দিয়েছে!” গিন্নির কিছু বিপদ বই কি,—আবার বাস হচ্ছে পারিসে, ক্যাথলিকের দেশে । বে করা পাদ্রিকে ওরা: দেখলে ঘৃণা করে ; মাগ ছেলে নিয়ে ধৰ্ম্মপ্রচার, এ ক্যাথলিক আদতে সহ্য করবে না। গিন্নির আবার একটু ঝাজ আছে কিনা। একবার গিন্নি এক অভিনেত্রীর উপর ঘৃণা প্রকাশ কোরে বল্লেন, “তুমি বিবাহ না কোরে অমুকের সঙ্গে বাস করছে, তুমি বড় খারাপ” । সে অভিনেত্রী ঝট জবাব দিলে যে,“আমি তোমার চেয়ে লক্ষ গুণে ভাল। আমি একজন সাধারণ মামুষের সঙ্গে বাস করি, আইন মত বে না হয় নাই করেছি ; আর তুমি মহাপাপী—এত বড় একটা সাধুর ধৰ্ম্ম নষ্ট করলে ! যদি তোমার প্রেমের ঢেউ এতই উঠেছিলো তা, না হয় সাধুর সেবা-দাসী হয়ে থাকতে ; তাকে বে কোরে, গৃহস্থ কোরে, তাকে উৎসন্ন কেন দিলে ?” “পচাকুমড়ে
পাতা:পরিব্রাজক.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।