পাতা:পরিব্রাজক.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারিস প্রদর্শনী ७ दिवांद्र । »8२ পাদ্রিদের চীনে ধৰ্ম্ম প্রচার আদতে সহ করতে পারে না! ম্যাক্সিমের গিন্নিটাও ঠিক অনুরূপ, চীন-ভক্তি, কৃশ্চনী-ঘৃণা ! ছেলেপিলে নেই, বুড়ে৷ মানুষ,--অগাধ ধন । যাত্রার ঠিক হল—পারিস থেকে রেলযোগে ভিয়েন, তার পর কনস্টাণ্টিনোপল, তারপর জাহাজে এথেন্স, গ্রীস, তারপর ভূমধ্যাসাগরপার ইজিপ্ত, তারপর আলি-মিনর, জেরুসালম, ইত্যাদি। “ওরিআতাল এক্সপ্রেস ট্ৰেণ” গারিস হতে স্তাম্বল পর্যন্ত ছোটে প্রতিদিন। তায় আমেরিকার নকলে শোৰার, বসবার, খাবার স্থান। ঠিক আমেরিকার গাড়ীর মত সুসম্পন্ন না হলেও, কতক বটে। সে গাড়ীতে চড়ে ২৪শে . অক্টোবর পরিস ছাড়াতে হচ্ছে। o আজ ২৩শে অক্টোবর ; কাল সন্ধ্যার সময় পারিস হতে বিদায় । এ বৎসর এ পরিস সভ্যজগতের এক কেন্দ্র, এ বৎসর মহাপ্রদর্শনী। নানা দিকৃদেশ সমাগত সজ্জন সঙ্গম। দেশ দেশান্তরের মনীষিগণ নিজ নিজ প্রতিভা প্রকাশে স্বদেশের মহিমা বিস্তার করছেন, আজ এ পরিসে। এ মহ!