»8ዋ ফরাসীর সভ্যতা স্নায়ুময়, কপূরের মত, কস্তরার মত, এক মুহূর্বে উড়ে ঘর দোর ভরিয়ে તઃ জৰ্ম্মান সভ্যতা পেশাময়, সীসার মত, পারার মত ভারি, যেখানে পড়ে আছে, ত পড়েই আছে । জৰ্ম্মানের মাংসপেশী ক্রমাগত, অশ্রান্তভাবে ঠক্ঠাক হাতুড়ি আজন্ম মায়তে পারে ; ফবাসার নরম শরীর, মেয়ে মানুষের মত ; কিন্তু যখন কেন্দ্রীভূত হয়ে আঘাত করে, সে কামারের এক ঘা ; ॐlद्र বেগ সহ্য করা বড়ই কঠিন। জৰ্ম্মান ফরাসীর নকলে বড় বড় বাড়ী অট্টালিকা বানাচ্ছেন, বৃহৎ বৃহৎ মুক্তি, অশ্বারোহী, রথী, সে প্রাসাদের শিখরে স্থাপন করছেন কিন্তু— দুৰ্ম্মানের দোতলা বাড়ী দেখলেও, জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়,–এ বাড়ী কি মানুষের বাসের জন্য, না হাতী উটের “তবেলা” ? আর ফরাসীর পাচতলা, হাতী ঘোড়া রাখবার বাড়ী দেখে ভ্রম হয় যে, এ বাড়ীতে বুঝি পরীতে বাস করবে। আমেরিক জৰ্ম্মান প্রবাহে অনুপ্রাণিত, লক্ষ লক্ষ জৰ্ম্মান প্রত্যেক সহরে । ভাষা ইংরাজী হলে কি হয়,—আমেরিক আস্তে আস্তে জৰ্ম্মানিত হয়ে জৰ্ম্মান প্রতাৰ ।
পাতা:পরিব্রাজক.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।