পাতা:পরিব্রাজক.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইউরোপে চুৰি (Octroi) ৰাজামা । S8b যাচ্ছে । জৰ্ম্মানির প্রবল বংশবিস্তার ; জৰ্ম্মান বড়ই কষ্টসহিষ্ণু। আজ জৰ্ম্মানি ইউরোপের আদেশদাতা, সকলের উপর ! অন্যান্য জাতের অনেক আগে, জৰ্ম্মানি, প্রত্যেক নবনারীকে, রাজদণ্ডের ভয় দেখিয়ে, বিদ্যা শিখিয়েছে—আজি সে বৃক্ষের ফল ভোজন হচ্ছে । জৰ্ম্মানির সৈন্য, প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ ; জন্মানি প্রাণপণ করেছে, যুদ্ধ পোতে ও সৰ্ব্বশ্রেষ্ঠ হতে ; জৰ্ম্মানির পণ্য-নিন্মাণ ইংরাজকে ও পরাভূত করেছে! ইংৰাজেব 'উপনিবেশেও জন্মান-পণ্য জৰ্ম্মান-মনুষা, ধীরে ধীরে একাধিপত্য লাভ করছে ; জন্মানির সম্রাটের আদেশে, সৰ্ব্বজাতি, চীনক্ষেত্রে, অবনত মস্তকে, জন্মান সেনাপতির অধীনত। স্বীকার করছেন । , সারাদিন টে,ণ জন্মানির মধ্য দিয়ে চললো ; বিকাল লেলা জৰ্ম্মান আধিপত্যের প্রাচীন কেন্দ্র, এখন পর-রাজ্য, অ2য়ার সীমানায় উপস্থিত। এ ইউরোপে বেড়াবার কতকগুলি গঙ্গামা আছে। প্রত্যেক দেশেতেই, কতকগুলি জিনিষের উপর, বেজায় শুল্ক ; অথবা কোন ও কোন ও পণ্য, সরকারের একচেটে, যেমন তামাক । আবার রুষ ও