পাতা:পরিব্রাজক.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^8న তুর্কিতে, তোমার রাজার ছাড়পত্র না থাকলে, একেবারে প্রবেশ নিষেধ ; ছাড়পত্র অর্থাৎ পাশ পোট একান্ত আবশ্যক । তা ছাড়া, রুষ এবং তুর্কিতে, তোমার বই, পত্র, কাগজ সব কেড়ে নেবে ; তারপর, তারা পড়ে শুনে, যদি বোকে যে তোমার কাছে তুর্কি বা রুষের রাজত্বের ব: ধৰ্ম্মের বিপক্ষে কোনও বই কাগজ নাই, তাহলে তা তখন ফিরিয়ে দেবে—নতুবা সে সব বই পত্র জপ্ত কোরে নেবে। অন্য অন্য দেশে এ পোড়া তামাকের " হাঙ্গামা বড়ই হাঙ্গামা । সিন্ধুক, প্যাটরা, গটরি, সব খুলে দেখাতে হবে, তামাক প্রভৃতি আছে কি না। আর কনস্টাণ্টিনোপল আসতে গেলে, দুটাে বড়, জৰ্ম্মানি আর অষ্টিয়া, এবং অনেকগুলো ক্ষুদে দেশ মধ্য দিয়ে আসতে হয় –মুদেগুলো পূর্বে তুরস্কের পরগণা ছিল, এখন স্বাধীন কৃশ্চান রাজারা একত্র হয়ে, মুসলমানের হাত থেকে, যতগুলো পেরেছে, কৃশ্চানপূর্ণ পরগণা ছিনিয়ে নিয়েছে। এ ক্ষুদে পিপড়ের কামড়, ডেওদের চেয়েও অনেক अर्थिक ।