পাতা:পরিব্রাজক.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X (ლx5 স্থাপন করেছে, সেই জৰ্ম্মানির বাদুসা এত কাল ছিল এই অষ্ট্রীয় রাজবংশ। সে মান, সে গোববের ইচ্ছ, সম্পূর্ণ অষ্ট্রিয়ার রয়েছে,--নাই শক্তি । তুর্ককে, ইউরোপে“আতুর বৃদ্ধ পুরুষ”বলে ; অষ্টিয়াকে, “আতুর বৃদ্ধ স্ত্রী” বলা উচিত। অষ্টিয়া ক্যাথলিক সম্প্রদায় ভুক্ত ; সেদিন পর্য্যন্ত অষ্টিয়ার সাম্রাজ্যের নাম ছিল—“পবিত্র রোম সাম্রাজ্য”। বৰ্ত্তমান জৰ্ম্মানি প্রোটেষ্টাণ্ট-প্রবল । অষ্ট্রীয় সম্রাট, চিরকাল পোপের দক্ষিণ হস্ত, অনুগত শিষ্ণ, বোমক সম্প্রদায়ের নেতা। এখন ইউরোপে ক্যাথলিক বাদস কেবল এক অষ্ট্রীয় সম্রাট ; ক্যাথলিক সঙ্ঘের বড় মেয়ে ফান্স, এখন প্রজাতন্ত্র ; স্পেন, পের্তুগাল, অধঃপতিত ! ইতালী, পোপের সিংহাসনমাত্র স্থাপনের স্থান দিয়েছে ; পোপের ঐশ্বৰ্য্য, রাজ্য সমস্ত কেড়ে নিয়েছে ; ইতালীর রাজা, আর রোমের পোপে, মুখ দেখাদেখি নাই, বিশেষ শক্রতা। পোপের রাজধানী রোম, এখন ইতালীর রাজধানী, পোপের প্রাচীন প্রাসাদ দখল কোরে, রাজা বাস করছেন ; পোপের প্রাচীন ইতালী রাজ্য, ૨ e পোপ ও ইতালীর রাজা।