ֆ (եր ঘরে পড়তেন, যে ঘরে উীর মৃত্যু হয়েছিল, সেই সব দেখতে যাচ্ছে। অনেক আহম্মক ফরাসী ফরাসিনী, রক্ষী পুরুষকে জিজ্ঞাসা করছে, *এগল”র ঘর কোনট, কোন বিছানায় “এগল” শুতেন ! ময় আগষ্মক, এরা জানে বানাপাটের ছেলে। এদের মেয়ে, জুলুম কোরে কেড়ে নিয়ে হয়েছিল সম্বন্ধ ; সে ঘৃণা এদের আজও যায় না । নাতি, রাখতে হয় নিরাশ্রয়, রেখেছিল। তার রোমরাজ প্রভৃতি কোনও উপাধিই দিত न ; थानि अग्निान नाडि काएरहे ডুক বস্। তাকে এখন তোরা গরুর-শিশু কোরে এক বই লিখেছিস্ আর তার উপর নানা কল্পনা জুটিয়ে, মাদাম বারনহাডের প্রতিভায়, একটা খুব আকর্ষণ হয়েছে ; কিন্তু এ অষ্ট্রিয় রক্ষী সে নাম কি কোরে জানবে বল ? তার উপর সে বইয়ে লেখা হয়েছে যে, স্যাপেলঅ-পুত্রকে অষ্টিয়ান বাদল, মেটারনিক মন্ত্রীর পরামর্শে, একরকম মেরেই ফেললেন। রক্ষী “এগল” শুনে, মুখ হাড়ি কোরে, গোজ গোজ করতে করতে, ঘর দোর দেখাতে লাগলো ; কি করে, বক্সিস্ট ছাড়া বড়ই
পাতা:পরিব্রাজক.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।