পাতা:পরিব্রাজক.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টমার অধঃপতনের কারণ নানা জাতি । অষ্ট্রয়ার পরিণাম । Σ Ψο না হয়ত এক গ্রাস জল, সে মাছ, মাংস, গ্লাসে জল, চমৎকার-জনক । কিন্তু ওলন্দাজ সম্প্রদায়ের মেয়ে-চেহারা যেন সব কুস্তিগির পালোয়ান ! ভিয়েন৷ সহরে, জৰ্ম্মান পাণ্ডিত্য, বুদ্ধিবল আছে, কিন্তু যে কারণে তুর্কি ধীরে ধীরে অবসন্ন হয়ে গেল, সেই কারণ এথায়ও বৰ্ত্তমান, অর্থাৎ নান। বিভিন্ন জাতি ও ভাষার সমাবেশ । আসল অষ্টিয়ার লোক, জৰ্ম্মান ভাষী, ক্যাথলিক, হুঙ্গারির লোক, তাতার বংশীয়, ভাষা আলাদা— আবার কতক গ্রীকভাষী, গ্রীকমতের ক্রিশচান । এ সকল ভিন্ন সম্প্রদায়কে একীভূত করণের শক্তি অষ্টিয়ার নাই । কাযেই অষ্টিয়ার অধঃপতন । বর্তমানকাল ইউরোপখণ্ডে জাতীয়তার এক মহা তরঙ্গের প্রাদুর্ভাব । এক ভাষা, এক ধৰ্ম্ম এক জাতীয় সমস্ত লোকের একত্র সমাবেশ । যেথায় ঐ প্রকার একত্র সমাবেশ সুসিদ্ধ হচ্ছে, সেথায়ই মহাবলের প্রাদুর্ভাব হচ্ছে ; যেথায় তা অসম্ভব, সেথায়ই নাশ। বর্তমান অষ্টিয় যন্ত্রাটের মৃত্যুর পর, অবশ্যই জৰ্ম্মানি অষ্ট্রিয়