পাতা:পরিব্রাজক.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş ሓፆ জাহাজে এদিক ওদিক করছে ওরা হচ্চে নেড়ে, আসল গরুখেকো নেড়ে, আর ঐ যার ঘরদোর সাফ কোরে ফিরছে, ওরা হচ্চে আসল মেথর, লাল বেগের চেলা । যদি কথা না শোনো ত ওদের তেকে তোমায় ছুইয়ে দিইছি আর কি । “ভাতেও যদি না শান্ত হও, তোমায় এক্ষুণি বীপের স্নাড়ী পাঠাব ; ঐ যে ঘরট দেখছ, ওর মধ্যে বন্ধ করে দিলেই তুমি ৰাপের বাড়ীর দশা পাবে, আর তোমার ডাক হাক সব যাবে, জমে একখানি পাথর হয়ে থাকতে হবে। তখন বেটি শান্ত হয় । বলি স্বধু দেবতা কেন, মামুষেরও હો আশা-ভক্ত পেলেই ঘাড়ে চোড়ে বসেন। : कि বর্ণনা করতে কি বকৃছি আবার দেখ। *াগেই ত বোলে রেখেছি, আমার পক্ষে ওসব এক "কম অসম্ভব, তবে যদি সহ করত আবার চেষ্টা জুড়ে প্লারি |

  • (জাপনার লোকের একটী রূপ থাকে, তেমন জীর কোথাও দেখা যায় না। নিজের খ্যাদা বেঁচে জাই বোন ছেলে মেয়ের চেয়ে গন্ধৰ্ব্ব লোকেও জন্মর পাওয়া বাবে না সত্য। কিন্তু গন্ধৰ্ব্ব লোক

२ বাঙ্গলা দেশের সৌন্দৰ্য্য।