}.} ᏭᏉ ফ৮।ল,—পাতাই পাতা—গাছ ডাল পালা আর দেখা যাচ্চে না,আশে পাশে ঝাড় ঝাড় বঁাশ হেলচে চুলচে, আর সকলের নীচে—যার কাছে ইয়াকান্দী ইরানি তুর্কিস্তানি গালচে দুলচে কোথায় হার মেনে যায়—সেই ঘাস, যতদূর চাও সেই শ্যাম শ্যাম ঘাস, কে যেন ছেটে ছুটে ঠিক কোরে রেখেছে ; জলের কিনারা পৰ্য্যন্ত সেই ঘাস ; গঙ্গার মৃদুমন্দ হিল্লোল যে অবধি জমিকে ঢেকেছে, যে অবধি অল্প অল্প লীলাময় ধাক্কা দিচ্চে, সে অবধি ঘাসে অণটা । আবার তার নীচে আমাদের গঙ্গাজল। আবার পায়ের নীচে থেকে দেখ, ক্রমে উপরে যাও, উপর উপর মাথার উপর পৰ্য্যন্ত, একটী রেখার মধ্যে এত রঙ্গের খেলা, একটী রঙে এত রকমারি, আর কোথাও দেখেছ ? বলি, রঙের নেশা ধরেছে কখন কি—যে রঙের নেশায় পতঙ্গ আগুনে পুড়ে মরে, মৌমাছি ফুলের গারদে অনাহারে মরে ? হু, বলি—এই বেলা এ গঙ্গা-মার শোভা যা দেখবার দেখে নাও, আর বড় একটা কিছু থাকুচে না। দৈত্য দানবের হাতে পড়ে এ সব যাবে। ঐ ঘাসের জায়গায় উঠবেন--
পাতা:পরিব্রাজক.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।