24 রুল দি ওয়েভ স” মহাগীতধ্বনি কর্ণকুহরে প্রবেশ করিল । চমকিয়া চাহিয়া দেখি— জাহাজ বেজায় দুলচে, আর তু—ভায়া দুহাত দিয়ে মাথাটী ধোরে অন্নপ্রাশনের অন্নের পুনরাবিষ্কারের চেষ্টায় আছেন। সেকেণ্ড ক্লাসে দুটী বাঙ্গালীর ছেলে পড়তে যাচ্চে । তাদের অবস্থা ভায়ার চেয়েও খারাপ । একটী ত এমনিই ভয় পেয়েছে যে, বোধ হয়, তীরে নামতে পারলে একছুটে চোচা দেশের দিকে দৌড়োয়। যাত্রীদের মধ্যে তারা দুটা আর আমরা দুজন—ভারতবাসী, আধুনিক ভারতের প্রতিনিধি। যে দুদিন জাহাজ গঙ্গার মধ্যে ছিল, তু—ভায় উদ্বোধন সম্পাদকের গুপ্ত উপদেশের ফলে“বৰ্ত্তমানভারত’প্রবন্ধ শীঘ্র শীঘ্ৰ শেষ করবার জন্য দিক কোরে তুলতেন। আজ আমিও স্বযোগ পেয়ে জিজ্ঞাসা করলুম, “ভায়া বৰ্ত্তমান ভারতের অবস্থা কিরূপ” ? ভায়া একবার সেকেণ্ড ক্লাসের দিকে চেয়ে, একবার নিজের দিকে চেয়ে দীর্ঘনিঃশ্বাস ছেড়ে জবাব দিলেন “বড়ই শোচনীয়বেজায় গুলিয়ে যাচ্চে"। সি-সিকূনেস্।
পাতা:পরিব্রাজক.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।