পাতা:পরিব্রাজক.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ (এতবড় পদ্মা ছেড়ে, গঙ্গার মাহাত্ম্য, হুগলি span, নামক ধারায় কেন বৰ্ত্তমান, তাহার কারণ অনেকে পুৰ্ব্বাপর चदइोष्ठप्त । বলেন যে, ভাগীরথী-মুখই গঙ্গার প্রধান এবং আদি জলধারা। পরে গঙ্গা পদ্মা-মুখ কোরে বেরিয়ে গেছেন। ঐ প্রকার “টলিস নালা” নামক খালও আদি গঙ্গা হয়ে, গঙ্গার প্রাচীন স্রোত ছিল । কৰিকঙ্কন পোতবণিক-নায়ককে ঐ পথেই সিংহল দ্বীপে নিয়ে গেছেন। পূর্বে ত্রিবেণী পর্য্যন্ত বড় বড় জাহাজ অনায়াসে প্রবেশ করত। সপ্তগ্রাম নামক প্রাচীন বন্দর এই ত্রিবেণী ঘাটের কিঞ্চিৎ দূরেই সরস্বতীর উপর ছিল। অতি প্রাচীন কাল হতেই এই সপ্তগ্রাম বঙ্গদেশের বহিবাণিজ্যের প্রধান বলার। ক্রমে সরস্বতীর মুখ বন্ধ হতে লাগল। ১৫৩৭ খৃঃ ঐ মুখ এত বুজে এসেছে যে পর্তুগিজেরা আপনাদের জাহাজ আসবার জন্যে কতকদুর নীচে গিয়ে গঙ্গার উপর স্থান নিল। উহাই পরে বিখ্যাত হুগলি-নগর। ১৬শ শতাব্দীর প্রারম্ভ হতেই স্বদেশী বিদেশী সাগরের গঙ্গায় চড়া পড়বার ভয়ে ব্যাকুল ; কিন্তু হলে কি হবে ; মানুষের বিদ্যাবুদ্ধি আজও