পাতা:পরিব্রাজক.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯზ বড় একটা কিছু কোরে উঠতে পারে না ; মা গঙ্গা ক্রমশঃই বুজে আসছেন। ১৬৬৬ খৃষ্টাব্দে এক ফরাসী পাদরী লিখছেন, সূতির কাছে ভাগীরথী-মুখ সে সময় বুজে গিয়েছিল। অন্ধকূপের হলওবল, মুর্শিদাবাদ যাবার রাস্তায় শান্তিপুরে জল ছিলনা বোলে, ছোট নৌকা নিতে বাধ্য হয়েছিলেন। ১৭৯৭ খৃঃ অব্দে কাপ্তেন কোলব্রুক সাহেব লিখছেন যে, গ্রীষ্মকালে ভাগীরথী আর জেলেঙ্ঘি নদীতে নৌকা চলে না। ১৮২২ থেকে ১৮৮৪ পৰ্য্যস্ত গরমিকালে ভাগীরথীতে নৌকারগমাগম বন্ধ ছিল। ইহার মধ্যে ২৪ বৎসর দুই বা তিন ফিট জল ছিল । খৃষ্টাব্দের ১৭ শতাব্দীতে ওলন্দাজেরা হুগলির ১ মাইল নীচে চুচড়ায় বাণিজ্যস্থান করলে ; ফরাসীরা আরও পরে এসে তার আরও নীচে চন্দননগর স্থাপন করলে । জম্মর্ণন অষ্টেণ্ড কোম্পানি ১৭২৩ খৃঃ অব্দে অপর পারে চন্দননগর হতে আরও ৫মাইল নীচে বাকীপুর নামক জায়গায় আড়ত খুললে। ১৬১৬ খৃঃ অব্দে দিনেমারের চন্দননগর হতে ৮ মাইল দূরে ঐরামপুরে আড়ত করলে। তার পর ইংরাজের কলকেতা বসালেন vo)