পাতা:পরিব্রাজক.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९ যার ওলট পালটে আর সব কল কারখানার স্বঃি, তাদের ন্যায়; সকলে মিলে করেছে। যেমন চাকা ; চাকা নইলে কি কোন কায চলে ? হ্যাকচ হোকচ গরুর গাড়ী থেকে জয় জগন্নাথের রথ পৰ্য্যন্ত, সূতো কাটা চৰ্কা থেকে প্রকাণ্ড প্রকাণ্ড কারখানার কল পর্য্যন্ত কিছু চলে ? এ চাকা প্রথম করলে কে ? কেউ করেনি ; অর্থাৎ সকলে মিলে করেছে। প্রাথমিক মানুষ কুড়ল দিয়ে কাঠ কাইছে, বড় বড় গুড়ি ঢালু জায়গায় গড়িয়ে আনছে, ক্রমে তাকে কেটে নিরেট চাকা তৈরি হলো, ক্রমে আরা নাভি ইত্যাদি ইত্যাদি—আমাদের চাকা । কত লাখ বৎসর লেগেছিল কে জানে ? তবে, ঐ ভারতবর্ষে যা হয়, তা থেকে যায়। তার যত উন্নতি হোক না কেন,যত পরিবর্তন হোক না কেন, নীচের ধাপ গুলিতে ওঠ বার লোক কোথা না কোথা থেকে এসে জোটে, আর সব ধাপ গুলি রয়ে যায়। একটা বঁাশের গায়ে একটা তার বেঁধে বাজনা হলো ; তার ক্রমে একটা বালাঞ্চির ছড়ি দিয়ে প্রথম বেহালা হলো, ক্রমে কত রূপ বদল হলো, কত তার হলো, তাত হলো, ছড়ির