পাতা:পরিব্রাজক.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbr ঘর। নীচের তলায়ও ঐ রকম ঢাকা দালান তার নীচেও দালান ; তার নীচে দালান এবং মাল্লাদের শোবার স্থান, খাবার স্থান ইত্যাদি । প্রত্যেক তলার দালানের দুপাশে তোপ বসান, সারি সারি দ্যালের গায়ে কাটা, তার মধ্য দিয়ে তোপের মুখ-দু পাশে রাণীকৃত গোল (আর যুদ্ধের সময় বারুদের থলে ) । তখনকার যুদ্ধ-জাহাজের প্রত্যেক তলাই বড় নীচু ছিল ; মাথা হেট কোরে চলতে হত। তখন নৌ-যোদ্ধা যোগাড় করতেও অনেক কষ্ট পেতে হত। সরকারের হুকুম ছিল যে, যেখান থেকে পায়, ধরে, বেঁধে, ভুলিয়ে, লোক নিয়ে যায়। মায়ের কাছ থেকে ছেলে, স্ত্রীৱ কাছ থেকে স্বামী,জোর কোরে ছিনিয়ে নিয়ে যেত । একবার জাহাজে তুলতে পারলে হয়, তার পর— বেচার কখন হয় ত জাহাজে চড়েনি—একেবারে হুকুম হত, মাস্তুলে ওঠ । ভয় পেয়ে হুকুম না শুনলেই চাবুক ! কতক মরেও যেত। আইন করলেন আমীরেরা, দেশ দেশান্তরের বাণিজ্য লুটপাট করার জন্তে রাজস্ব ভোগ করবেন র্তীর, আর গরীবদের খালি রক্তপাত, শরীরপাত, যা