পাতা:পরিব্রাজক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨જે চিরকাল এ পৃথিবীতে হয়ে আসছে। এখন ওসব আইন নেই,এখন আর “প্রেস গ্যাঙ্গের” নামে চাষা ভুষোর হৃৎকম্প হয় না। এখন খুসির সওদা ; তবে অনেক গুলি চোর, ছ্যাচড়, ছোড়াকে জেলে না দিয়ে এই যুদ্ধ-জাহাজে নাবিকের কৰ্ম্ম শেখান হয় । বাষ্পবল এ সমস্তই বদলে ফেলেছে। এখন ‘পাল' জাহাজে প্রায় অনাবশ্যক বাহার । হাও— য়ার সহায়তার উপর নির্ভর বড়ই অল্প । ঝড় কাপ টার ভয়ও অনেক কম। কেবল জাহাজ না পাহাড় পর্বর্বতে ধাক্কা খায় এই বাচাতে হয় । যুদ্ধজাহাজ ত একেবারে পূৰ্ব্বের অবস্থার সঙ্গে বেলত কুল পৃথক। দেখে ত জাহাজ বোলে মনেই হয় ন। এক একট, ছোট বড় ভাসন্ত লোহার কেল্লা। তোপও সংখ্যায় অনেক কমে গেছে। তবে এখনকার কলের তোপের কাছে সে প্রাচীন তোপ ছেলে খেলা বই ত নয়। আর এ যুদ্ধ জাহাজের বেগই বা কি ! সব চেয়ে ছোটগুলি ছুড়িবার জন্য, তার চেয়ে একটু ৰড়গুলি শত্রুর বাণিজ্যপোত দখল করতে,