পাতা:পরিব্রাজক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్ట్రా গোলাম চামচিকে তার মাইনে চোঁদ সিকে ” একটা ডোম বলত, “আমাদের চেয়ে বড় জাত কি আর দুনিয়ায় আছে ? আমরা হচ্ছি ডম্ম্মম্।” কিন্তু মজাট দেখেছ ? এই জাতের বেশী বিটলামিগুলো—যেখানে গায়ে মানে না আপনি মোড়ল সেই খানে । ৰাম্পপোত বামুপেত অপেক্ষা অনেক বড় হয়। যে সকল বাষ্পপোত আটলাণ্টিক পারাপার করে, তার এক একখান আমাদের এই “গোলকোণ্ডা”* জাহাজের ঠিক দেড় । যে জাহাজে কোরে জাপান হতে পাসিফিক পার হওয়া গিয়েছিল, তাও ভারি বড় ছিল। খুব বড় জাহাজের মধ্যখানে প্রথম শ্রেণী, দুপাশে খানিকটা জায়গা, তারপর দ্বিতীয় শ্রেণী ও “ষ্টীয়ারেজ”এদিকে ওদিকে। আর এক সীমায় খালাসীদের ও চাকরদের স্থান । “ষ্টীয়ারেজ” যেন তৃতীয় শ্রেণী ; তাতে খুব গরীব লোকে যায়, যারা আমেরিক অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশে * বি, আই, এস, এন, কোংর একখানি জাহাজের নাম। ঐ জাহাজে স্বামীজি দ্বিতীয়বার বিলাত মাত্রা করেন। শ্রেণীবিভাগ ।