*१२ একটর উপর আর একট। অপর দিকে ও ঐ রকম একখানি “সোফা”। দরজার ঠিক উণ্ট। দিকে মুখ হাত ধোবার জায়গা, তার উপর এক খান আরসি, দুটো বোতল খাবার জলের দুটাে গ্লাস। ফি বিছানার গায়েব দিকে একট কোরে জালতি পেতলের ফুেমে লাগান । ঐ জালট ফেম সহিত দেয়ালের গায়ে লেগে যায় আবার টানলে নেবে আসে। রাত্রে যাত্রীদের ঘড়ি প্রভৃতি অত্যাবশ্যক জিনিষ পত্র তাইতে রেখে শোয়। নীচের বিছানার নীচে সিন্দুক প্যাটরা রাখবার জায়গা। সেকেণ্ড ক্লাসের ভালও ঐ, তবে স্থান সংকীর্ণ ও জিনিষপত্র খেলে । জাহাঞ্জি কারবারটা প্রায় ইংরেজের একচেটে । সে জন্য অন্যান্য জাতেরা যে সকল জাহাজ করেছে, তাতেও ইংরাজযাত্রী অনেক বলে, খাওয়াদাওয়া অনেকটা ইংরেজদের মত কর্তে হয় । সময়ও ইংরাজিরকম কোবে আনতে হয় । ইংলণ্ডে, কান্সে, জৰ্ম্মনিতে, রুসিয়াতে খাওয়াদাওয়ায় এবং সময়ে, অনেক পার্থক্য, আছে। যেমন আমাদের ভারতবর্ষে ৰাঙ্গালায়, হিন্দুস্থানে, মহারাষ্ট্রে,
পাতা:পরিব্রাজক.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।