পাতা:পরিব্রাজক.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & গুজরাতে, মান্দ্রাজে তফাৎ। কিন্তু এ সকল পার্থক্য জাহাজেতে অল্প দেখা যায় । ইংরাজিভাষী যাত্রীর সংখ্যাধিক্যে ইংরেজিঢঙ্গে সব গড়ে যাচ্ছে । বাষ্পপোতে সৰ্ব্বেসর্বব কর্তা হচ্ছেন”কণপ্তেন” । পূৰ্ব্বে “হাই সিতে’’ * কাপ্তেন জাহাজে রাজত্ব করতেন ; কাউকে সাজা দিতেন, ডাকাত ধরে ফাসি দিতেন, ইত্যাদি । এখন অত নাই ; তবে তার হুকুমই আইন—জাহাজে । তার নীচে চারজন “অফিসার” বা (দিশি নাম) “মালিম” । তারপর চার পাচ জন ইঞ্জিনিয়র । তাদের যে “চিফ তার পদ অফিসরের সমান, সে প্রথম শ্রেণীতে খেতে পায়। আর আছে চার পীচ জন “মুকানি” যারা হাল ধরে থাকে পালাক্রমে ; এরাও ইউরোপী। বাকী সমস্ত চাকরবাকর, খালাসি, কয়লাওয়াল,—হচ্ছে দেশী লোক, সকলেই মুসলমান। হিন্দু কেবল বোম্বায়ের তরফে দেখেছিলুম, পি এণ্ড ও, কোম্পানির

  • সমুদ্রের যেখানে কোন দিকের কুল কিনারা দেখা যায় না । অথবা যেখান হতে নিকটবর্তী উপকূল দুই তিন দিনের পথ।

জাহাজের কৰ্ম্মচারিগণ ।