8ጓ.• শাখা প্রশাখা লাফ, রাখা কি সোজ। কায ? “সারঙ্গ” এবং তার “ভাই” অসিষ্টাণ্ট সারঙ্গ কলকাতার লোক, বাঙ্গালা কয়, অনেকট। ভদ্রলোকের মত ; লিখতে পড়তে পারে ; স্কুলে পড়েছিল ; ইংরাজিও কয়—কায চালান। সারেঙ্গের তের বছরের ছেলে কাপ্তেনের চাকর— দরজায় থাকে-আরদালি। এই সকল বাঙ্গালী খালাসি, কয়লাওয়ালা, খানসামা, প্রভৃতির কায দেখে, স্বজাতির উপর যে একটা হতাশ বুদ্ধি আছে, সেটা অনেকটা কমে গেল। এরা কেমন আস্তে আস্তে মানুষ হয়ে আসছে, কেমন সবল শরীর হয়েছে, কেমন নির্ভীক অথচ শান্ত । সে নেটিভি পা-চাটা ভাব মেথরগুলোরও নেই,—কি পরিবর্তন ! দেশী মাল্লারা কায করে ভাল, মুখে কথাট নাই, আবার সিকি খানা গোরার মাইনে । বিলাতে অনেকে অসন্তুষ্ট ; বিশেষ, অনেক গোরার অন্ন যাচ্ছে দেখে, খুলী নয় । তারা মাঝে মাঝে হাঙ্গাম তোলে। আর ত কিছু বলবার নেই ; কাযে গোরার চেয়ে চটপটে। গোরা খালাসি অপেক্ষা দক্ষ
পাতা:পরিব্রাজক.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।